মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১, ০৫:০৪ অপরাহ্ন
ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেকে হত্যার বিষয়টি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে থাকতে পারেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। আমেরিকার রাজনৈতিক বিশ্লেষক এবং পররাষ্ট্র বিষয়ক সংবাদিক প্যাট্রিক লরেন্স ইরানের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল প্রেস টিভিকে দেয়া সাক্ষাতকারে এ কথা জানিয়েছেন।
গত শুক্রবার ইরানের রাজধানী তেহরানের কাছে ফাখরিজাদেকে গুপ্ত ঘাতকেরা বোমা হামলা ও গুলি করে হত্যা করেন। দুই বছর আগে ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে একটি প্রেজেন্টেশন দিতে গিয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বার বার নাম উল্লেখ করে বলেছিলেন, “স্মরণ রাখবেন নামটি হচ্ছে- ফাখরিজাদে।”