সোমবার, ২৫ জানুয়ারী ২০২১, ০১:৩১ অপরাহ্ন
২০১৮ সালে ওয়াহিদ সরদারের গাছের পেরেক তোলা নিয়ে প্রতিবেদন করে বিবিসি, এরপরেই তার এই কাজের প্রতি মানুষের মানসিকতা বদলে যায়।
উৎসাহ পেয়ে এরপর গত আড়াই বছরে প্রায় দশ হাজার গাছে থেকে প্রায় সাড়ে চারশো কেজি পেরেক অপসারণ করেছেন তিনি।
যশোর, ঝিনাইদহসহ সাতটি জেলার গাছ থেকে পেরেক অপসারণ করে এখন ঢাকায় এসেছেন আব্দুল ওয়াহিদ সরদার।
কেন তিনি ঢাকায় এসেছেন, ঢাকার গাছ নিয়ে তার পরিকল্পনা কী তা নিয়ে কথা বলেছেন বিবিসির শাহনেওয়াজ রকির সাথে।