শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৮:৪১ পূর্বাহ্ন

নোয়াখালীতে সরকারি গাছ কাটার অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালী সদর উপজেলার ১৯নং পূর্ব চরমটুয়া ইউনিয়নে সরকারি গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় জনগণ।

শুক্রবার (১ জানুয়ারি) সকাল ১১টার সময় চরমটুয়া ইউপি চেয়ারম্যান নুরুল আলম এর বিরুদ্ধে পেশী শক্তি প্রয়োগ করে অবৈধভাবে রাতের অন্ধকারে রাস্তার পাশে সৌন্দর্যবর্ধনকারী ও অক্সিজেন সরবরাহকারী সরকারি গাছ নির্বিচারে কাটার অভিযোগ এনে ইউনিয়নের চরকাউনিয়ায় প্রধান সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় জনগন।

এ সময় মানববন্ধনে বক্তারা চেয়ারম্যানের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ এনে বলেন, নুরুল আলম ক্ষমতার দাপটে দিনে দুপুরে এমনকি রাতের অন্ধকারেও নির্বিচারে নিজের ইচ্ছেমত শতশত সরকারি গাছ কেটে ফেলছে, এ নিয়ে স্থানীয় জনগন কিছু বললেই তাদেরকে বিভিন্ন হুমকি, ধমকি ও মামলা করার ভয় দেখানো হচ্ছে। বক্তারা পরিবেশ বান্ধব গাছ রক্ষায় প্রধানমন্ত্রী ও সংশিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com