নগরকণ্ঠ ডেস্ক
- শনিবার ২০ ফেব্রুয়ারি, ২০২১ /
এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের শুভ উদ্বোধন করেন রেলমন্ত্রী পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য এ্যাডঃ মোঃ নূরুল ইসলাম সুজন।
২০ ফেব্রুয়ারী (শনিবার) সকালে জেলা প্রশাসক ডঃ সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার জনাব মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আনোয়ার সাদাত সম্রাট, উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক চিসতি, উপপরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রংপুর বিভাগ, মোঃ ওহিদুল ইসলাম,
সহকারী পরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দিনাজপুর মোঃ আনিসুর রহমান, দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ গিয়াস উদ্দিন চৌধুরী, দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হাসনাত জামান চৌধুরী জর্জ।
স্বাগত বক্তব্য রাখেন মির্জা সাখাওয়াৎ হোসেন, নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত বিভাগ, পঞ্চগড়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপসহকারী পরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পঞ্চগড় সাহিদুল ইসলাম।