বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৮:৫৪ অপরাহ্ন

‘রোজিনার মামলাটির অভিযোগ দুর্বল ও গণমাধ্যমের সাথে বাড়াবাড়ি’

প্রায় একশো বছরের আগের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে গ্রেপ্তার ও কারাবন্দি সাংবাদিক রোজিনা ইসলাম। যা বিদ্যমান পরিস্থিতি বা সময়ের সাথে সঙ্গত নয়। সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলছেন, সচিবালয়ে পাঁচ ঘ্ণ্টা আটকে রেখে নির্যাতনের পর মামলাসহ পুরো প্রক্রিয়াটি বেআইনি ও ক্ষমতার অপব্যবহার। মামলাটির অভিযোগ দুর্বল ও গণমাধ্যমের সাথে বাড়াবাড়ি বলে অভিমত দেন কয়েকজন আইনজীবী। তবে বিচারাধীন বিষয়ে মন্তব্য করতে রাজি নন আইনমন্ত্রী।

প্রথমে সচিবালয়ে স্বাস্থ্য সেবা বিভাগে আটকে রেখে ৫ ঘন্টা সাংবাদিক রোজিনা ইসলামকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। পরে মধ্য রাতে তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে রাষ্ট্রীয় নথি চুরির মামলা করা হয়।

১৯২৩ সালের এ আইনে মামলাটি দায়েরের পর আইনটির গ্রহনযোগ্যতা নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে।

সুপ্রিমকোর্টের আইনজীবীরা বলছেন, মামলার গ্রহনযোগ্যতার ব্যাখ্যা করবে আদালত। তবে রোজিনা ইসলামের সাথে আচরণ আইন পরিপন্থী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com