শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১২:৫৫ অপরাহ্ন

শ্রীলংকার বিপক্ষে উইকেটের পেছনে মুশফিকেই আস্থা টাইগারদের

কিছু কিছু ভুলের পর উইকেটরক্ষক হিসেবে পরফরমেন্স নিয়ে প্রশ্ন উঠলেও শ্রীলংকার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে মুশফিকুর রহিমের ওপড়ই আস্থা রাখছে বাংলাদেশ।
বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল জানান, আগামী ২৩ মে থেকে শুরু হওয়া শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে উইকেটরক্ষক হিসেবে মুশফিকই প্রথম পছন্দ।
মুশফিকের ব্যাটিং নির্ভরতার প্রতীক হলেও, উইকেটের পেছনে তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠায় তাকে সরিয়ে দেয়ার গুঞ্জন উঠেছিলো। তবে টেস্টে তার পরিবর্তে লিটন দাসকে দায়িত্ব দেয়া হয়েছে।
শ্রীলংকার বিপক্ষে সিরিজের স্কোয়াডে লিটন-মোহাম্মদ মিঠুনও রয়েছে। উইকেটের পেছনে দু’জনই অভিজ্ঞ। তবে মুশফিকের পক্ষে ব্যাট ধরেছেন তামিম।
তিনি বলেন, ‘মুশফিকের কিপিংএ আমি খুশি।’
তিনি আরও বলেন, ‘অর্ধেক সম্ভাবনা এবং মিস হওয়া ক্যাচগুলো খেলারই অংশ। আমি জানি সে কত কঠোর পরিশ্রম করে, তাই আমার কোন অভিযোগ নেই। টিম ম্যানেজমেন্ট, কোচ (রাসেল ডোমিঙ্গো) এবং আমি অবশ্যই চাই তিনটি ওয়াানডেতে সে-ই উইকেটের পেছনে থাকুক। আপনি কিছু মিস হওয়া ক্যাচের কথা বলছেন তবে গত ১৩-১৪ বছরে উইকেটরক্ষক হিসাবে দুর্দান্ত পারফরমেন্স করছেন সে।’
বোলারদের কাছ থেকেও ভালো কিছুর প্রত্যাশায় তামিম। তিনি বলেন, ‘প্রত্যাশা সব সময় বেশি থাকবে। কারণ বোলাররা ভাল করবে, এটাই আমি চাই। বোলিং একটি খুব গুরুত্বপূর্ণ অংশ। কারণ অনেক সময় দেখা যায় যে খুব ভাল ব্যাটিং করার পরও কোনও দলকে বোলিংএর কারণে ম্যাচ হারতে হয়। ভাল ব্যাটিং না করে, ভালো বোলিংয়ের কারণে কিছু ক্ষেত্রে আমরা ম্যাচটি জিতেছি। তাই বোলিং খুবই গুরুত্বপূর্ণ।’
সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান দলে থাকায়, বোলিং বিভাগ শক্তিশালী বলে জানান তামিম। তিনি বলেন, ‘আমি আশা করছি, সকলেই এই সিরিজে ভালো করবে। কারন আমরা জানি, ঘরের মাঠে এই সিরিজটি কতটা গুরুত্বপূর্ণ। তাই শুধুমাত্র বোলিং নয়, আমরা সব বিভাগেই ভালো করতে চাই।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com