শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৯:০৪ পূর্বাহ্ন

বিকেএসপিতে যাওয়ার পথে আম্পায়ারের গাড়িতে হামলা

বিকেএসপিতে যাওয়ার পথে হামলা করা হয়েছে আম্পায়ার ও ম্যাচ রেফারিদের বহনকারী গাড়িতে। তবে সাকিব ইস্যুতে নয় সাভারে বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকরা এই হামলা করেছে।

পুলিশ জানিয়েছে, আজ রোববার (১৩ জুন) সকালে ফেব্রুয়ারিতে বন্ধ হয়ে যাওয়া লেলি ফ্যাশন নামে এক কারখানার শ্রমিকরা বকেয়া বেতন-ভাতা আদায়ের দাবিতে সাভার ডিইপিজেডের প্রধান ফটকের সামনে জড়ো হয়। একপর্যায়ে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে তারা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ তাদের সেখান থেকে সরে যেতে বললে ক্ষুব্ধ শ্রমিকরা মাইক্রোবাসসহ বেশি কিছু গাড়ি ভাঙচুর করে। সেখানেই মাইক্রোবাসে করে বিকেএসপি যাওয়ার পথে হামলার শিকার হন আম্পায়ার ও ম্যাচ রেফারিরা। হামলায় মাইক্রোবাসের পেছনের গ্লাস ভেঙে যায়। যে কারণে সৃষ্ট যানজটে মাঠে পৌঁছতে দেরি হয় অফিসিয়ালদের। ম্যাচও শুর হয় দেরিতে।

পরে পুলিশ জলকামান, কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com