শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৪:১৯ পূর্বাহ্ন

নয়া দিল্লীর বাংলাদেশ হাই কমিশনে ঈদ উদযাপন

মুসলমানদের পবিত্র ধর্মীয় উৎসব ঈদুল আযহা উপলক্ষ্যে নয়াদিল্লীস্থ বাংলাদেশ হাই কমিশন বুধবার রাতে দূতাবাসের বঙ্গবন্ধু হলে ঈদ উৎসবের আয়োজন করে।
বাংলাদেশ দূতাবাসের হাই কমিশনার মোহাম্মদ ইমরান এ সময় দূতাবাসের কর্মকর্তা এবং সকল স্টাফ ও পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
আজ ঢাকায় প্রাপ্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের এ আয়োজনে মহামান্য রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেরিত বাণী পাঠ করে শোনানো হয়। দূতাবাসের উপ হাই কমিশনার এ কে এম রকিবুল হক রাষ্ট্রপতির বাণী ও মিনিষ্টার (প্রেস) শাবান মাহমুদ প্রধানমন্ত্রীর বাণী পড়ে শোনান।
হাই কমিশনার মোহাম্মদ ইমরান সকলের উদ্দেশ্যে তাঁর বক্তব্যে বলেন, আমরা পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন বাংলাদেশ হচ্ছে আমাদের প্রাণ। আমাদের নিজ নিজ জায়গা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে কাজ করতে হবে।
তিনি দূতাবাসের কর্মকর্তা ও ষ্টাফদের উদ্দেশ্যে বলেন, দূতাবাসের সকল জাতীয় অনুষ্ঠানে আপনাদের সন্তানরা যেন উপস্থিত থাকে। এতে তারা বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধের ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে।
পরে নৈশ ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com