শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৯:৪২ পূর্বাহ্ন

লকডাউনে ঢাকায় বায়ুদূষণ কমেছে ৩৫ শতাংশ

করোনা রোধে চলমান লকডাউন বদলে দিয়েছে ঢাকার বাতাস। নেই প্রাণঘাতি দূষণ। সতেজ হাওয়ায় নিঃশ্বাস নিতে পারছেন রাজধানীবাসী। ৩৫ শতাংশ দূষণ কমে যাওয়ায় দূষিত শহরের তালিকায় অনেকটা নিচে চলে এসেছে ঢাকা। অবিলম্বে মেয়াদোত্তীর্ন বাহন, অপরিকল্পিত নির্মাণ ও কারখানার দূষণ বন্ধে কার্যকর উদ্যোগ নেয়ার পরামর্শ পরিবেশবাদীদের।

করোনা প্রতিরোধে কয়েক মাস ধরে ;দফায় দফায় চলছে নানা মাত্রার লকডাউন। বন্ধ ছিল বাসসহ বেশিরভাগ যাত্রীবাহী যানবাহন। নেই দমবন্ধ করা ধুলোবালি আর কালো ধোঁয়া। ফলে বদলে গেছে বিশ্বের অন্যতম দূষিত বায়ুর শহর, ঢাকার চেহারা।

বায়ুদূষণের দিক দিয়ে ২০১৯ ও ২০২০ সালে বিশ্বে প্রথম কয়েকটি শহরের অন্যতম ছিল ঢাকা। তবে, করোনা লকডাউন ইতিবাচক হয়ে উঠেছে পরিবেশের জন্য। মুক্ত বাতাসে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছে রাজধানীবাসী।

যুক্তরাষ্ট্রভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউ এয়ারের জুলাই মাসের প্রতিবেদনে বলা হয়, বায়ুদূষণে শীর্ষে থাকা ঢাকা এখন দূষিত নগরীর তালিকায় ৭৭তম স্থানে। জুলাই মাসে রাজধানীবাসী পেয়েছে নির্মল বায়ু। ঢাকার বায়ুদূষণ কমেছে ৩৫ ভাগ।

করোনা মহামারির ফলে বায়ুদুষণ নিয়ন্ত্রণের যে উপায় ও সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগানোর পরামর্শ বিশেষজ্ঞদের। এ বিষয়ে ইতিবাচক ভাবনা পরিবেশ অধিদপ্তরের।

বিদ্যমান আইনের প্রয়োগের পাশাপাশি নাগরিক সচেতনতা বাড়লে বায়ুদূষণ অনকেটাই কমানো সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com