মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ১০:১২ পূর্বাহ্ন

২৭ বছর বয়সে বিখ্যাত ৫০ সংগীতশিল্পীর মৃত্যু, যে রহস্য ভেদ হয়নি

১৯৬৯ খেকে ১৯৭১- এই তিন বছরে ব্রায়ান জোনস, অ্যালান উইলসন, জিমি হেনড্রিক্স, জেনিস জেপলিন এবং জিম মরিসনের মতো বিখ্যাত তারকারা মৃত্যুবরণ করেন। এ সময়টাতেই ২৭ বছরে মৃত্যু নিয়ে পত্রপত্রিকায় কিছু কথা আসে। কিন্তু ব্যাপারটি নিয়ে খুব বেশি মাথা ঘামাননি তখনকার সংগীত তারকারা অথবা মিউজিক ম্যাগাজিনগুলোও।

তবে এটি মাথাচাড়া দিয়ে ওঠে দুই যুগেরও বেশি সময় পরে, যখন নির্ভানার জনপ্রিয় ভোকাল কার্ট কোবেইন ঠিক ২৭ বছর বয়সে হুট করেই মারা যান। বিষয়টি নিয়ে বিশ্ব মিডিয়ায় হৈচৈ পড়ে যায়।

খ্যাতিমান ব্যক্তিদের মৃত্যুর নথিভুক্ত করে বলা ক্লাব টুয়েন্টি সেভেন। কেউ কেউ কারণ হিসেবে তাদের উচ্চ ঝুঁকির জীবনধারার কথা উল্লেখ করেছেন। প্রায়শই নামগুলো মুখেমুখেই অন্তর্ভুক্তির জন্য উপস্থাপিত হয়। ক্লাবটি সম্পূর্ণরূপে ধারণাগত হওয়ায় কোনো আনুষ্ঠানিক সদস্যপদ নেই।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com