বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১১:২৬ অপরাহ্ন

ছক্কা মারায় শ্রেয়সকে ধমক দেন দ্রাবিড়

ইনজুরির কারণে ৬ মাস জাতীয় দলের বাইরে থাকার পর টেস্ট অভিষেক হয়ে গেলে শ্রেয়স আয়ারের। কানপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি টেস্টে তিনি ১৬তম ভারতীয় ব্যাটসম্যান হিসাবে অভিষেকে সেঞ্চুরি করার গৌরব অর্জন করেছেন। ১৭১ বলে খেলেছেন ১০৫ রানের ইনিংস। হাঁকিয়েছেন ১৩টি চার এবং ২টি ছক্কা। অনেক আগে এই ছক্কা হাঁকানোয় শ্রেয়সের ওপর ক্ষেপেছিলেন ভারতের কোচ রাহুল দ্রাবিড়।

ঘটনাচক্রে, জাতীয় দলে কোচিংয়ের দায়িত্ব নেওয়ার পরে দ্রাবিড়ের ছিল এটাই প্রথম টেস্ট। এর আগেও অবশ্য ভারতীয় ‘এ’ দলে দ্রাবিড়ের কোচিংয়ে খেলেছিলেন শ্রেয়স আয়ার। একবার ‘এ’ দলে দ্রাবিড়ের কোচিংয়ে চার দিনের ম্যাচ খেলার সময় শ্রেয়স আয়ারকে ব্যাপক ধমক দিয়েছিলেন ‘দ্য ওয়াল’ খ্যতা ভারতের এই মহাতারকা। দ্রাবিড়ের রাগের কারণ ছিল শ্রেয়সের ছক্কা মারা। নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির পর পুরনো সেই ঘটনা আবার নতুন করে উঠে এলো।

ক্রিকবাজকে শ্রেয়স বলেছেন, ‘চার দিনের ম্যাচে রাহুল স্যারের কোচিংয়ে প্রথমবার খেলতে নেমেছিলাম। আমার রান তখন ত্রিশের ঘরে। দিনের শেষ ওভারে সবাই ভেবেছিল সতর্ক ব্যাটিং করে দলক বিপদমুক্ত রাখব। দ্রাবিড় স্যার ডাগ আউটে বসেছিলেন। সেই সময় বোলারের একটা ফ্লাইটেড বলে স্টেপ আউট করে ছক্কা হাঁকাই। আকাশে বিশাল উচ্চতায় পৌঁছে বল শেষ পর্যন্ত ছক্কা হয়। সাথে সাথে ড্রেসিংরুমে হইচই পড়ে যায়। দিনের শেষ ওভারে যে এরকম ঝুঁকিপূর্ণ শট খেলব, অনেকেই ভাবতে পারেননি। দ্রাবিড় স্যার খেলা শেষে আমাকে সরাসরি এ ব্যাপারে প্রশ্ন করেন। পরে বুঝতে পারি, উনি কী বলতে চেয়েছিলেন।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com