বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০২:২৯ অপরাহ্ন

বগুড়ায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার

জেলায় আজ ‘শতবর্ষে জাতির পিতা, সুবর্ণে স্বাধীনতা অভিবাসনে আনব মর্যাদা ও নৈতিকতা’ শীর্ষক শ্লোগান নিয়ে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বেলা ১১টায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) আয়োজন ও জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়ার জেলা প্রশাসক জিয়াউল হক।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম আলী বেগ-এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক আতিকুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন বগুড়া কারিগরী প্রশিক্ষন কেন্দ্রের অধ্যক্ষ সুশান্ত কুমার রায়।
অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নূরুল ইসলাম, বগুড়া পৌর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবীব, সদর উপজেলা সহকারী প্রোগ্রামার আল মাহমুদ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com