সোমবার, ১৬ মে ২০২২, ০৯:৩২ অপরাহ্ন
করোনা চ্যালেঞ্জ নিয়ে আর একদিন পর শুরু বিপিএলের অষ্টম আসর। চার-ছক্কার ফুলঝুড়ি টি-টোয়েন্টি ক্রিকেটের সৌন্দর্য। কিন্তু বিপিএলে হরহামেশা লো স্কোরিং ম্যাচে ক্রিকেটারদের বিরক্তি প্রকাশ্যে এসেছে। লো স্কোরিং থেকে মুক্তি পেতে এবার স্পোর্টিং উইকেট নিশ্চিত করছে বিসিবি, এমনটাই দাবি গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনামের।
তবে শঙ্কা আছে সিলেটের উইকেট নিয়ে। মান নিশ্চিতে একই দিনে আলাদা পিচে দুই ম্যাচ হবে বলে জানিয়েছেন মাহবুব আনাম।
বিপিএল আসে, বিপিএল যায়, কিন্তু প্রতিবারই সমালোচনা এড়াতে পারে না ঘরোয়া ক্রিকেটের এই জমকালো আসর। মানের প্রশ্নে সর্বোচ্চ লেভেলে পৌছাতে ঢের বাকি। উইকেট নিয়েও আছে ক্রিকেটারদের একগাদা অসন্তোষ। সংবাদ সম্মেলনে মাশরাফী, সাকিবরা আক্ষেপ ঝেড়েছেন প্রকাশ্যে।