সোমবার, ১৬ মে ২০২২, ০৮:১১ অপরাহ্ন
করোনা পরিস্থিতি আতঙ্কজনক না হলেও আশঙ্কাজনক। দেশের সব মানুষকে টিকা দেয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ ডোজ মজুদ আছে।
বৃহস্পতিবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনে যোগদান শেষে এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
মন্ত্রী জানান, ওমিক্রনের লাগাম টানতে জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে। প্রয়োজনে আইনের প্রয়োগ করারও নির্দেশ দেয়া হয়েছে।
করোনার জন্য পর্যাপ্ত প্রস্তুতি আছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জানান, এরই মধ্যে ১৫ হাজার ডাক্তারসহ ৪০ হাজার কর্মী নিয়োগ দেয়া হয়েছে। এক মাসের মধ্যে ১ কোটি ২৫ লাখ শিক্ষার্থীদের টিকা দেয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।
এদিকে কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্র থেকে প্রথমবারের মতো দেশে এসেছে জনসনের ৩ লাখ ৩৬ হাজার ডোজ করোনা টিকা।