সোমবার, ১৬ মে ২০২২, ০৮:৩৫ অপরাহ্ন
দুর্নীতির সূচকে একধাপ এগিয়ে বিশ্বে ১৩তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। বার্লিনভিত্তিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) প্রকাশ করা ২০২১ সালের দুর্নীতির ধারণা সূচকে (সিপিআই) এ তথ্য উঠে এসেছে।
এবারের সূচকে কম দুর্নীতির দেশ ডেনমার্ক এবং সবচেয়ে বেশি দুর্নীতির দেশ হিসেবে দক্ষিণ সুদানের নাম উঠে এসেছে।
টিআই-এর ওয়েবসাইটের তথ্য মতে, ২০২০ সালের তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১২তম। এবার বাংলাদেশের এক ধাপ উন্নতি হয়েছে। তাতে খারাপ থেকে ভালোর দিক বিবেচনায় ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত’ দেশের তালিকায় ১৩তম অবস্থানে আছে বাংলাদেশ। তবে স্কোরের দিক দিয়ে অবস্থান গতবারের মতোই ২৬।
বিশ্বের ১৮০টি দেশ ও অঞ্চলের ২০২১ সালের পরিস্থিতি বিবেচনায় নিয়ে তৈরি করা এই সূচকে বাংলাদেশের অবস্থান ঊর্ধ্বক্রম অনুযায়ী (ভালো থেকে খারাপ) ১৪৭ নম্বরে।
এই সূচকে উগান্ডা, কিরগিজস্তান, পাকিস্তান ও মিয়ানমার বাংলাদেশের চেয়ে ভাল অবস্থানে রয়েছে। অন্যদিকে ইরান, তাজিকিস্তান, লেবানন ও ইরাকসহ কিছু দেশ বাংলাদেশের চেয়ে খারাপ অবস্থানে আছে।