বুধবার, ১০ অগাস্ট ২০২২, ০৫:৩২ অপরাহ্ন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা শিল্পাঞ্চলের মেঘনা ফয়েল প্যাকেজিং লিমিটেড কারখানায় লাগা আগুন প্রায় সাড়ে চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।
সোমবার (৪ জুলাই) বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মাইন উদ্দিন।
তিনি বলেন, ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশনের ১১ ইউনিট ও মেঘনা শিল্পাঞ্চলের ব্যবস্থাপনায় আরও পাঁচ ইউনিটের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। বেলা ১১টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।