শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৯:৪৭ পূর্বাহ্ন

দ্বিতীয় বিশ্বযুদ্ধের গল্পে রোনান

এ সময়ের অভিনয়শিল্পীদের মধ্যে সমালোচকদের প্রিয় পাত্রীদের একজন সার্শা রোনান। ‘ব্রুকলিন’, ‘লেডি বার্ড’, ‘লিটল উইমেন’খ্যাত আইরিশ অভিনেত্রী চারবার অস্কার মনোনয়ন পেয়েছেন ২৮ বছর বয়সী রোনানখ্যাত পিরিয়ড ড্রামায় অভিনয়ের জন্য। আবারও পিরিয়ড ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে। রোনান অভিনয় করবেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে নির্মিত স্টিভ ম্যাকুইনের ছবি ‘ব্লিটজ’-এর কেন্দ্রীয় চরিত্রে। অ্যাপল টিভি প্লাসের প্রজেক্টটিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বোমাবর্ষণের সময় একদল লন্ডনবাসীর গল্প দেখানো হবে। পরিচালনার সঙ্গে ম্যাকুইন একই সঙ্গে ছবিটির চিত্রনাট্যকার ও প্রযোজকও বটে। চলতি বছরের শেষের দিকে ছবিটির শ্যুটিং শুরু হবে। ছবিতে রোনানের চরিত্র সম্পর্কে জানা যায়নি। ‘ব্লিটজ’-এ তার সঙ্গে দেখা যাবে নবীন অভিনয়শিল্পীদের। ‘ব্লিটজ’ সরাসরি ওটিটি প্ল্যাটফর্ম অ্যাপল টিভি প্লাসে মুক্তি পাবে। চলতি মাসেই রোনানের সর্বশেষ ছবি ‘সি হাউ দে রান’ মুক্তি পেয়েছে। মিস্ট্রি কমেডি ঘরানার ছবিটির প্রচারে এসে অভিনেত্রী জানিয়েছেন নিজের একটি আফসোসের কথাও। বলেছেন, ‘লেডি বার্ড’ পরিচালক গ্রেটা গারউইগের নতুন ছবি ‘বারবি’তেও অভিনয় করার কথা ছিল তার। কিন্তু অন্য ছবির সঙ্গে একই সময় শ্যুটিং পড়ায় ছবিটি ছেড়ে দেন তিনি। আগামী বছর বারবি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com