সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৯:৫০ পূর্বাহ্ন

রাঙ্গামাটিতে ২দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

জেলায় আজ ২দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে।
উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ১০টায় রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রধান অতিথি হিসেবে দুই দিনব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এস এম ফেরদৌস ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) নাসরিন সুলতানা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য হাজী মোঃ কামাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রফিকুল মাওলা, এলজিইডি নির্বাহী প্রকৌশলী আহম্মেদ শফী, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ প্রমূখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন।  এ সময় ডিজিটাল উদ্ভাবনী মেলায় অংশ নেয়া জেলার  বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের ৪৯ টি স্টলে তথ্য প্রযুক্তির মাধ্যমে সেবা  গ্রহণের বিষয়ে  অবহিত করা হয়।
ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধনের আগে শহরের হ্যাপীড় মোড় এলাকা থেকে জেলা প্রশাসক কার্যালয় পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com