বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০৪:২৪ পূর্বাহ্ন
সিরিয়ার রাক্কায় নিরাপত্তা বাহিনীর একটি কেন্দ্রে সোমবার ইসলামিক স্টেটের (আইএস) আত্মঘাতী বোমা হামলায় কুর্দি নেতৃত্বাধীন নিরাপত্তা বাহিনীর ৬ সদস্য নিহত হয়েছেন।
মার্কিন সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের (এসডিএফ) প্রধান মাজলুম আবদি টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন।
এসডিএফ-এর মিডিয়া সেন্টারের প্রধান ফরহাদ শামি বলেন, আত্মঘাতী বোমা হামলাকারী নিহত হয়। আরেকজনকে আটক করা হয়েছে।
২০১৪ সালে মধ্যপ্রাচ্যের এই জঙ্গিগোষ্ঠী সিরিয়া ও ইরাকের বিস্তীর্ণ অংশ দখল করে নেয়, যার মধ্যে রাক্কাও ছিল। কিন্তু ২০১৯ সালে নিজেদের নিয়ন্ত্রণে থাকা সব ভূখণ্ডের দখল হারায় সশস্ত্র এই গোষ্ঠী। এরপর থেকে গোষ্ঠীটি গেরিলা আক্রমণের আশ্রয় নিয়েছে।
গত জানুয়ারিতে উত্তর-পূর্ব সিরিয়ার শহর হাসাকার এসডিএফ পরিচালিত আল-সিনা কারাগারে আইএসের হামলায় প্রায় ৫০০ জনের মৃত্যু হয়েছিল, যার মধ্যে ৩৭৪ জন আইএসআইএসের সঙ্গে যুক্ত এবং কয়েক ডজন এসডিএফ সদস্য এবং কারাগারের কর্মী ছিলেন বলে জানিয়েছে এসডিএফ।