বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৩, ০৯:১৯ পূর্বাহ্ন
টিকা নিলেও ৫ থেকে ১১ বছর বয়সী ৬৬ লাখ শিশুর তথ্য আপলোড হয়নি সুরক্ষা অ্যাপে। ফলে টিকা কার্ড পাচ্ছে না তারা। এ জন্য কিছু স্কুলের অবহেলাকে দুষছে স্বাস্থ্য বিভাগ।
গত বছরের ২৫ আগস্ট থেকে দেশে শুরু হয়েছে ৫ থেকে ১১ বছর বয়সি শিশুদের করোনার টিকা দেয়া। ধারাবাহিকভাবে সব স্কুলে দেয়া হয় টিকা। জন্ম নিবন্ধন দিয়েই টিকা দেয়া হয় শিশুদের।
স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস পরিচালক অধ্যাপক শাহাদাত হোসেন বলেন, এ পর্যন্ত টিকা পেয়েছে এক কোটি ৮৪ লাখ ৮৮ হাজার শিশু। তবে সুরক্ষা অ্যাপে টিকার জন্য নিবন্ধন হয়েছে এক কোটি ১৮ লাখ ৪০ হাজার। অর্থাৎ ৬৬ লাখের বেশি শিশু এখনো নিবন্ধনের বাইরে। এর ফলে টিকা কার্ড পাওয়ার ক্ষেত্রে দেখা দিয়েছে জটিলতা।
শিশুদের টিকার জন্য নিবন্ধন করতে স্কুলগুলোকে নির্দেশনা দেয়া হয়। অনেক স্কুল টিকা দিলেও এখনো নিবন্ধন বাকি।
তেজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিক্তা অলিভিয়া গোমেজ বলেন, শিক্ষার্থীদের ডিজিটাল জন্ম নিবন্ধন নম্বর ও সুরক্ষা অ্যাপের জটিলতায় বাধাগ্রস্ত হয়েছে টিকার নিবন্ধন প্রক্রিয়া।
৫ থেকে ১১ বছর বয়সী ২ কোটি ২০ লাখ শিশুকে টিকা দেয়ার লক্ষ্য ছিল সরকারের। সে হিসেবে এখনো টিকার বাইরে ৩৫ লাখ শিশু।