বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৩, ০৯:৪৮ পূর্বাহ্ন
জিতলেই সেমিফাইনাল প্রায় নিশ্চিত হয়ে যেত, কিন্তু এমন ম্যাচেই বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের মেয়েরা পারল না দক্ষিণ আফ্রিকার সঙ্গে। পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে অনুষ্ঠিত সুপার সিক্সের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশের মেয়েরা। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সে উঠতে হলে শুধু সংযুক্ত আরব আমিরাতকে হারালেই চলবে না, গ্রুপের অন্য দলের দিকেও তাকিয়ে থাকতে হবে টাইগ্রেসদের।
টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১০৮ রান তোলে বাংলাদেশের মেয়েরা। ২৬ রানের ওপেনিং জুটি ভাঙে মিষ্টি সাহার (১২) বিদায়ে। আরেক ওপেনার আফিয়া প্রত্যাশা করেন ৩৩ বলে ২১ রান। পুরো ইনিংসে একটাও ছক্কা মারতে পারেনি বাংলাদেশ। সর্বোচ্চ ২৪ রান আসে সুমাইয়া আক্তারের ব্যাট থেকে। দুই অঙ্কের স্কোর করেছেন এমন ব্যাটারদের মধ্যে মাত্র একজনের স্ট্রাইকরেট তিন অঙ্ক ছুঁয়েছে। ১৯ রানে ৪ উইকেট নিয়েছেন কায়লা রেইনেকে।