বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৩, ০৯:১১ পূর্বাহ্ন
দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা চূড়ান্ত করার পর তফসিল ঘোষণা করবে ইসি। তার আগে স্পিকারের সাথে সিইসি বৈঠক বসেছেন।
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ২৩ ফেব্রুয়ারি মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। এর আগে ভোটার তালিকা চূড়ান্ত করে গেজেট প্রকাশ করা হবে।
সবশেষ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল হয় ২০১৮ সালের ২৫ জানুয়ারি। শুধুমাত্র একজন প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় দফায় ৬ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নির্বাচিত হন মো. আবদুল হামিদ। তার মেয়াদ শেষ হবে আগামী ২৩ এপ্রিল।