বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৩, ০৮:৫০ পূর্বাহ্ন
ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মতো কিছু পাঠ্যক্রমে রাখা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ ধরনের কোনো কিছু থাকলে তা সংশোধন করা হবে বলেও নিশ্চিত করেছেন তিনি।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে নতুন শিক্ষাক্রম নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
এ সময় শিক্ষামন্ত্রী বলেছেন, পাঠ্যবইয়ের ভুল সংশোধনে দুইটি কমিটি হচ্ছে। তাদের কাছে যে কেউ মতামত দিতে পারবেন।