সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৯:০৩ পূর্বাহ্ন

আজ থেকে পল্লবী স্টেশনে থামবে মেট্রোরেল

আজ বুধবার থেকে মিরপুরের পল্লবী স্টেশনে থামা শুরু করবে মেট্রোরেল। উত্তরা ও আগারগাঁওয়ের মাঝখানে প্রথমবার আজ থেকে পল্লবীতে যাত্রী ওঠানামা করবে এই উড়াল ট্রেনে। কর্র্তৃপক্ষ বলছে, আগামী ২৬ মার্চের মধ্যে পর্যায়ক্রমে অন্যান্য স্টেশনে মেট্রোরেল থামবে ।

গতকাল মঙ্গলবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পক্ষ থেকে বলা হয়েছে, আজ থেকে মেট্রোরেলের চলাচলের সময়েও কিছু পরিবর্তন আসবে। সকাল ৮টায় স্টেশনের গেট খোলা হবে। যাত্রীরা ভেতরে প্রবেশ করে টিকিট কাটবেন। এরপর সাড়ে ৮টায় ট্রেন ছাড়বে। যাত্রীদের অনুরোধের পরিপ্রেক্ষিতেই ট্রেন চলাচল শুরুর আধাঘণ্টা আগে গেট খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

ডিএমটিসিএল জানায়, শুরু থেকে সকাল ৮টায় গেট খোলার সঙ্গে সঙ্গেই ট্রেন চলাচল করে আসছে। এ ছাড়া কাল (আজ) থেকে মেট্রোরেলের চলাচল বন্ধ হবে দুপুর ১২টার পরিবর্তে সাড়ে ১২টায়। তাছাড়া শুরু থেকে মেট্রোরেল দিনে চার ঘণ্টা চলাচল করছে। শুধু বিশ্ব ইজতেমা উপলক্ষে ২২ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com