বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৩, ০৮:৪৫ পূর্বাহ্ন
আট দিন আগের কথা। নচিকেতা চক্রবর্তীর ফেসবুকে আচমকাই একটি পোস্ট। ইংরেজিতে লেখা ‘ডিভোর্স’ এমনই একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘যাহ! অবশেষে ডিভোর্সটা হয়েই গেল’। গায়কের এই পোস্টের পর থেকেই চারদিকে নানা জল্পনা। তবে তাদের ব্যক্তিগত জীবনে কি কোনো সমস্যা তৈরি হয়েছে? না, কোনো উত্তরই আসেনি গায়কের পক্ষ থেকে। এই পোস্টের প্রায় ৮ দিন পরে অবশেষে মিলল উত্তর।
আসছে নচিকেতার নতুন গান ‘হ্যাপি ডিভোর্স’। যে গানের সুর, কথা সবটাই তাঁর। বিচ্ছেদ কি কখনও আনন্দের হয়? নাম শুনে এমন প্রশ্ন উঠছে চারদিকে। তবে গায়ক শুধু এটুকুই জানিয়েছেন। তার এক সপ্তাহ আগের পোস্টের মন্তব্যের ঘরেই নতুন গানের কথা ঘোষণা করেন তিনি। আসছে তার নতুন গান। ২৭ জানুয়ারি নচিকেতার ফেসবুক এবং ইউটিউবে মুক্তি পাবে গানটি।