মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৬ অপরাহ্ন

পরিবার নিয়ে পর্বতের কোলে মেসি

ফুটবলের বাইরে লিওনেল মেসির সবচেয়ে ভালোলাগার বিষয় নিশ্চয়ই পরিবারের সঙ্গে সময় কাটানো। নন্দিত এই ফুটবলারের জীবন চিত্র সেটাই বলে। কখনো কখনো মনে হতেই পারে, তার মতো করে পরিবারকে আগলে রাখতে আর কে পারে!

সারা বছর ক্লাব ফুটবল ও জাতীয় দলের ব্যস্ততায় কাটে মেসির। এর মাঝেও একটু সময় পেলেই পরিবার নিয়ে বেরিয়ে পড়েন তিনি।

ফরাসি কাপে গত সোমবার রাতে পি দে কেসেলের মুখোমুখি হয় মেসির দল পিএসজি। আর্জেন্টিনাইন তারকা এ ম্যাচে বিশ্রামে ছিলেন। আর এই সুযোগটাই তিনি কাজে লাগালেন। স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও তিন ছেলেকে নিয়ে চলে গেলেন পর্বতের কোলে।

মেসি পরিবার নিয়ে ঠিক কোন জায়গায় গিয়েছিলেন তা অবশ্য নিশ্চিত নয়। তবে ইনস্টাগ্রামে মেসির স্ত্রীর আপলোড করা ছবি ও ভিডিওতে বরফে ঢাকা পাহাড় ও স্কিইং পর্যকদের দেখা যাচ্ছে। যা থেকে বোঝা যাচ্ছে এটা ফরাসি আল্পস কাছাকাছি কোনো জায়গা হবে।

একটি ছবিতে মেসির স্ত্রীর সঙ্গে দেখা যাচ্ছে সেস ফাব্রিগাসের স্ত্রী দানিয়েলা সেমানকেও। যিনি মেসির স্ত্রীর ঘনিষ্ঠ বন্ধু।

আন্তোনেলা রোকুজ্জোর শেয়ার করা ছবিতে নাক-মুখ ঢাকা ছিলেন মেসি। বলা যায় কার্যত ছদ্মবেশে ছিলেন পিএসজি তারকা। ইনস্টাগ্রাম স্টোরিতে যে ভিডিও আপলোড করেছেন মেসির স্ত্রী, সেখানে দেখা যাচ্ছে তাদের ছেলেরা স্কিইং করছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com