বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৩, ০৯:৪০ পূর্বাহ্ন
যেন বিয়ের হিড়িক পড়েছে পাকিস্তান ক্রিকেটে। একের পর এক ক্রিকেটার বিয়ে সেরে ফেলছেন। কয়েক মাসের ব্যবধানে বিয়ে করলেন হারিস রউফ, শান মাসুদ, শাদাব খান।
গত বছরের ২৪ ডিসেম্বর বিয়ে করেন পেসার হারিস রউফ। ছেলেবেলার বন্ধুর সঙ্গে সংসার পেতেছেন তিনি। তার স্ত্রী মাজনা মাসুদ মালিক পেশায় একজন মডেল। বেশ ক’বছর ধরে সম্পর্কে ছিল এই জুটি।
এদিকে সোমবার (২৩ জানুয়ারি) বিয়ে সারলেন পাকিস্তানি অলরাউন্ডার শাদাব খান। দেশটির সাবেক ক্রিকেটার ও কোচ সাকলাইন মুশতাকের মেয়েকে বিয়ে করেছেন শাদাব।