বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৩, ০৯:২২ পূর্বাহ্ন
লস অ্যাঞ্জেলেসে চান্দ্র নববর্ষের অনুষ্ঠানে গুলিতে ১০ জনের প্রাণহানির মাত্র দুদিনের মাথায় ফের রক্তাক্ত হলো যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। গত সোমবার এ অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকো থেকে প্রায় ৩০ মাইল দক্ষিণের উপকূলীয় শহর হাফ মুন বের পৃথক দুটি এলাকায় বন্দুকধারীর গুলিতে প্রাণ হারিয়েছেন ৭ জন। পুলিশ জানিয়েছে এ হামলার সন্দেহভাজন ব্যক্তি আত্মসমর্পণ করেছেন। সন্দেহভাজন হামলাকারী হিসেবে গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম ঝাও চুনলি। তার বয়স ৬৭ বছর। তিনি হাফ মুন বে এলাকার স্থানীয় বাসিন্দা।
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত খবর ও ফুটেজে জানা যায়, হামলার প্রায় দুই ঘণ্টা পর ওই সন্দেহভাজন ব্যক্তি স্যান মাটেওর শেরিফের কার্যালয়ে আত্মসমর্পণ করেছেন। সোমবার যুক্তরাষ্ট্রের সময় বেলা ২টা ২২ মিনিটের দিকে একটি মাশরুম খামার থেকে চারজনের লাশ উদ্ধার হয়। পরে পার্শ্ববর্তী একটি ট্রাক ভাড়া দেওয়ার প্রতিষ্ঠান থেকে আরও তিনজনের লাশ উদ্ধার হয়। এ হামলার উদ্দেশ্য কী ছিল, সে সম্পর্কে তদন্তকারীরা এখনো কিছু উল্লেখ করেননি। স্যান মাটেওর কাউন্টি শেরিফ ক্রিস্টিনা করপাস এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ওই সন্দেহভাজন ব্যক্তি বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে নিজে গাড়ি চালিয়ে স্থানীয় একটি পুলিশ স্টেশনে পৌঁছান। সেখানে তাকে গ্রেপ্তার করা হয়।’