রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২৭ অপরাহ্ন
সরকার ভোজ্যতেলের দাম লিটারে ১০ টাকা কমানোর ঘোষণা দিলেও এখনো তা আগের দামেই বিক্রি হচ্ছে। দোকানিদের দাবি, তাদের কাছে থাকা সব মাল ‘আগের কেনা’ তাই নতুন দামে বিক্রির সুযোগ নেই।
আগের কেনা মাল বিক্রি শেষ হলে এবং নতুন চালানে মাল পাওয়ার পর তা সরকার ঘোষিত দামে বিক্রি করতে পারবে। তবে ‘আগের কেনা’ ভোজ্যতেল কতদিনে বিক্রি শেষ হবে দোকানিরা সে দিনক্ষণ বেঁধে দিতে পারেননি।
দোকানিরা বলছেন, সরকার দাম কমানোর ঘোষণা দিলেও তা কবে থেকে কার্যকর হবে তা নির্ধারণ করেনি। তাই নতুন দামে দোকানে তেল পেতে কয়েকদিন সময় লাগবে। আগের কেনা মাল লসে বিক্রি করা যাবে না এটাই স্বাভাবিক।
তবে মিল মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের আমদানি মূল্য হ্রাস পাওয়ায় সয়াবিন ও পাম তেলের দাম কমিয়েছে দেশের পরিশোধন কোম্পানিগুলো। রোববার থেকেই বাজারে এই দাম কার্যকর হবে। তবে বাজারে বাড়তি দরে কেনা যে সয়াবিন আছে, তা কীভাবে বিক্রি হবে, সে ব্যাপারে সংগঠনের পক্ষ থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি।