রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩৮ অপরাহ্ন

প্রিয়তমার পোস্টার ভাইরাল, নেটিজেনরা বললেন ওয়াও!

মন্তব্যের ঘরে দেখা যায় শুধু প্রশংসার ফুলঝুরি। অভিনেত্রী কাজী নওশাবা লিখেন, ‘এটাই তো চেয়েছিলাম। ইন্ডাস্ট্রিতে একের পর এক মানসম্পন্ন সিনেম আসবে। হলগুলোতে দর্শক ভরে থাকবে। আর্টিস্টরা একের পর এক দুর্দান্ত লুক আর অভিনয় নিয়ে হাজির হবে। কি দারুণ দিন আসছে সামেন আমাদের। চলেন সবাই এক সাথে এগিয়ে যাই বাংলাদেশের সিনেমার আলোকিত দিনে। শুভকামনা হিমেল আশরাফ, আরশাদ আদনান।’

সিনেমাটির পরিচালক হিমেল আশরাফ নিজেও মন্তব্য করেছেন। তিনি লিখেছেন, ‘এই শাকিব খানকে কেউ দেখে নি আগে। সিনেমা হলে দেখা হবে।’
সঙ্গীতশিল্পী আসিফ আকবর লিখেন, দুর্দান্ত! হি ইজ দ্য কিং! ইমরান মাহমুদুল মন্তব্য করেছেন, ‘বোম্ব! হোয়াট অ্যা লুক!’

পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক লিখেন, ‘দারুণ’ ।

সাংবাদিক মাহতাব হোসেন লিখেন, ‘শাকিব খান, বাংলা সিনেমার শেষ আশ্রয়স্থল। দারুণ। আউটস্ট্যান্ডিং।’

গীতিকার ও সাংবাদিক রবিউল ইসলাম জীবন লিখেন, ‘দুর্দান্ত। শুভকামনা রইলো।’

পরিচালক দীপংকর দীপন তার ফেসবুকে পোস্টারটি শেয়ার করে লিখেন, ‘ওয়াও! হোয়াট অ্যা পোস্টার! হোয়াট অ্যা লুক! ইটস ট্রুলি বিউটিফুল। ওয়েটিং ফর প্রিয়তমা’।

পোস্টারে দেখা যায়, বয়সোর্ধ্ব এক ব্যক্তিকে যিনি সাদা পাঞ্জাবি ও পাজামা পরে বিমর্ষ হয়ে বসে আছেন। চুলের সঙ্গে পাক ধরেছে দাঁড়িতেও।

এমন লুকে এর আগে কখনো দেখা যায়নি শাকিবকে। তার আসন্ন সিনেমার জন্য সদ্য নতুনরূপে দেখা দিলেন এ নায়ক।

সিনেমাটিতে শাকিবের সঙ্গে প্রথমবারের মত জুটি বেঁধেছেন কলকাতার ইধিকা পাল।

ভার্সেটাইল মিডিয়ার আরশাদ আদনান প্রযোজিত ‘প্রিয়তমা’র কাহিনী প্রয়াত ফারুক হোসেনের। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com