বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১০:৫০ অপরাহ্ন
পাঁচজনকে খুনের দায়ে খুনিকে প্রকাশে গুলি করে হত্যার মাধ্যমে সাজা কার্যকর করেছেন তালেবান সরকার।
আফগানিস্তানের একটি প্রদেশে এই রায় কার্যকর করা হয়। মানবাধিকার কর্মীরা এর তীব্র সমালোচনা করছে। অন্যদিকে তালেবান বলছে, রায় কার্যকর করার মাধ্যমে সবাইকে বুঝানো হয়েছে যে কেউ কাউকে খুন করলে তার একই পরিণতি হবে এবং যেভাবে সে যন্ত্রণা ভোগ করে মৃত্যুবরণ করে সে একইভাবে তাকে হত্যা করা হবে। সেও একই যন্ত্রণা ভোগ করবে। এটা দেখে আর কেউ এমন জগণ্য অপরাধ করবে না।
জানা যায়, আফগানিস্তানে খুনের অভিযোগে প্রকাশ্যে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ক্ষমতাসীন তালেবান প্রশাসন। খবর আলজাজিরার।
মঙ্গলবার (২০ জুন) পূর্বাঞ্চলীয় লাঘমান প্রদেশে এ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।
তালেবান পরিচালিত সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে বলেছে, তিনটি আদালতের তদন্তের পর সাজাপ্রাপ্ত ব্যক্তি ৫ জনকে খুনের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন।
আঞ্চলিক তালেবান কর্মকর্তাদের উপস্থিতিতে শত শত মানুষের সামনে তার সাজা কার্যকর করা হয়েছে। তালেবানের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা এর অনুমতি দিয়েছিলেন।
উল্লেখ্য, ২০২১ সালে দ্বিতীয় দফায় তালেবান ক্ষমতায় ফেরার পর গত বছর ডিসেম্বরে ফারাহ প্রদেশে প্রথমবারের মতো প্রকাশ্যে অন্য একজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সেবার ঊর্ধ্বতন তালেবান নেতাদের উপস্থিতিতে দণ্ড কার্যকর করা হয়েছিল এবং জাতিসংঘ এর সমালোচনা করেছিল।