রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:১৬ অপরাহ্ন

ব্রিকস জোটে বাংলাদেশকে দেখতে চায় চীন

বিশ্বের উদীয়মান অর্থনীতির পাঁচ দেশ- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত জোট ব্রিকসে বাংলাদেশকে দেখতে চায় চীন।

মঙ্গলবার (২০ জুন) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং পাঁচ দেশের এই জোটে বাংলাদেশের যোগদানের আবেদনের বিষয়ে রুশ সংবাদমাধ্যম আরআইএ নভোস্তিকে বেইজিংয়ের ইতিবাচক অবস্থানের কথা জানান।

মাও নিং বলেন, ব্রিক্সের সম্প্রসারণ হলো একটি রাজনৈতিক ঐকমত্য। এ সংস্থার পাঁচ সদস্য এ বিষয়ে একমত হয়েছে। ব্রিকস সম্প্রসারণকে এগিয়ে নিতে চীন প্রতিশ্রুতিবদ্ধ। ব্রিকসে নতুন সদস্যদের স্বাগত জানাতে চীন প্রস্তুত রয়েছে।

মাও নিং আরও বলেন, ‘উদীয়মান বাজার ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে ব্রিকস বহুপক্ষীয়তা সমুন্নত রাখতে, বৈশ্বিক শাসন ব্যবস্থার সংস্কারকে জোরালোভাবে এগিয়ে নিতে এবং উদীয়মান বাজার ও উন্নয়নশীল দেশগুলোর প্রতিনিধিত্ব বৃদ্ধিতেও প্রতিশ্রুতিবদ্ধ।’

বাংলাদেশ ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে এই জোটে যোগ দেওয়ার জন্য আবেদন করেছে। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, এই বিষয়ে বাংলাদেশের আনুষ্ঠানিক আগ্রহের কথা জানিয়ে ব্রিকসের বর্তমান চেয়ারম্যান ও দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নালেদি পান্ডোরের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে।

কূট‌নৈ‌তিক সূত্রগু‌লো বল‌ছে, সম্প্রতি জেনেভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ব্রিকসের সদস্য দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট মাতামেলা সাইরিল রামাপোসার মধ্যে বৈঠকের পর জো‌টটির সদস্য হ‌তে আবেদন করে বাংলাদেশ। ত‌বে বিষয়‌টি এখনও জনসম্মু‌খে আন‌তে চাইছে না সরকার।

জানা গে‌ছে, আগামী আগস্ট মাসে ব্রিকসের শীর্ষ সম্মেলন হবে দক্ষিণ আফ্রিকায়। সেখানে নতুন সদস্যপদ দেওয়ার বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলা‌দেশ ছাড়াও সৌ‌দি আরব, আর্জে‌ন্টিনা, আল‌জে‌রিয়া, বাহরাইন, মিশর, ইন্দোনেশিয়া ও ইরান ব্রিকসের সদস্য পদ পে‌তে আবেদ‌ন ক‌রে‌ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com