রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪৬ অপরাহ্ন

ভারতের কাছে হেরে শিরোপা হাতছাড়া বাংলাদেশের

ভারতের সাথে হেরে শিরোপার স্বপ্ন ভঙ্গ হল বাংলাদেশের। ব্যাটিং ব্যর্থতায় শিরোপার কাছে গিয়েও হেরেছে বাংলাদেশ ‌ নারী‌‘এ’।

ভারতের দেওয়া ১২৮ রানের জবাবে মাত্র ১৯.২ ওভারে ৯৬ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ। ৩১ রানে জয় পাওয়া ভারতের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নিয়েছেন শ্রেয়াঙ্কা পাতিল।

হংকংয়ে বৃষ্টিময় ইমার্জিং এশিয়া কাপের ফাইনালও মাঝপথে ভেসে যাওয়ার শঙ্কা জেগেছিল। বৃষ্টি থামলেও বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় থামানো যায়নি। নির্ধারিত ওভার শেষ হওয়ার ৪ বল আগেই গুটিয়ে গেছে লতা মন্ডলের দল। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৭ রান নাহিদা আক্তার এবং ১৬ রান করেছেন সোবহানা মোস্তারি।

ভারতের দেয়া রানতাড়ায় ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরু থেকেই নড়বড়ে দেখা গেছে জুনিয়র টাইগ্রেসদের। দ্বিতীয় ওভারেই তারা ওপেনার দিলারা আক্তারকে হারায়। দ্বিতীয় সর্বোচ্চ তিন উইকেট পাওয়া মান্নাত কাশ্যপের বলে তিনি বোল্ড হয়ে ফেরেন। এরপর তারা দলীয় ১২, ১৯, ২৯ এবং ৩৭ রানে নিয়মিত উইকেট হারায় বাংলাদেশ।

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ভারত। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৭ রানের পুঁজি গড়েছে দলটি। সর্বোচ্চ রান দিনেশ ভ্রিন্দার। ২৯ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩৬ রান করেন তিনি। পাঁচ নম্বরে নেমে কনিকা আহুজা ২৩ বলে ৪ চারে অপরাজিত ৩০ রান করেন। এছাড়া ওপেনার উমা চেট্রির ব্যাট থেকে এসেছে ২০ বলে ২২ রান।

বাংলাদেশের পক্ষে সর্বাধিক ২টি করে উইকেট নিয়েছেন নাহিদা আক্তার ও সুলতানা খাতুন। ১টি করে উইকেট নিয়েছেন সানজিদা আক্তার মেঘলা ও রাবেয়া খান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com