বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১০:৫১ অপরাহ্ন

সায়মা নূরের অন্তরঙ্গ ভিডিও ভাইরাল

বর্তমানে তথ্য-প্রযুক্তি এতটায় অগ্রগতি হয়েছে যে মানুষের গোপন সব তথ্য দ্রুত ফাঁস হয়ে যাচ্ছে। বিশেষ করে যারা সিনেমা কিংবা নাটকের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে এটা প্রায় সময় ঘটে। এর কোনো দেশ-কাল নেই। সব দেশের সিনেমা কিংবা নাটক পাড়ায় অভিনেতা-অভিনেত্রীদের গোপন খবর ও মুহূর্ত ফাঁস হয়ে যাচ্ছে। এতে বিব্রত অবস্থান পড়েন সংশ্লিষ অভিনেতা কিংবা অভিনেত্রী ও মডেলরা।

এদিকে পাকিস্তানি অভিনেত্রী সায়মা নূরের অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও ফাঁস হয়েছে! একটি টুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিওটি ছড়িয়ে পড়ে, যা এখন নেটদুনিয়ায় ভাইরাল। তবে ভিডিওর নারী সায়মা নূর কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

৫ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওতে দেখা যায়, আয়নার সামনে বসে চুল ঠিক করছেন এক নারী। তার পরনে ডেনিম প্যান্ট ও গায়ে অর্ন্তবাস। ভিডিও রেজুলেশন ভালো না হওয়ায় নারীর মুখটি ঝাপসা দেখাচ্ছে। যার ফলে নেটিজেনদের মাঝে বিভক্তি তৈরি হয়েছে। তবে ওই নারীর মুখের অবয়ব দেখে কেউ কেউ দাবি করেছেন— ‘এটি সায়মা নূর। আর ভিডিওটি ১ বছর আগের।’ আবার কেউ কেউ দাবি করেছেন ভিডিওটি ফেক।

অন্তরঙ্গ ভিডিও নিয়ে নেটদুনিয়ায় জোর চর্চা হলেও এ নিয়ে এখনো মুখ খুলেননি অভিনেত্রী সায়মা নূর।

১৯৮৭ সালে ‘গ্রিবান’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন সায়মা নূর। তবে ১৯৯৯ সালে ‘চুড়িয়াঁ’ সিনেমায় অভিনয় করে খ্যাতি লাভ করেন। পাকিস্তানের সর্বকালের সর্বোচ্চ আয় করা অন্যতম সিনেমা এটি। সায়মা অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো— ‘মাজাজান’ (২০০৬), ‘ভাই লোগ’ (২০১১), ‘নাগ অর নাগিন’ প্রভৃতি।

৫৬ বছর বয়সী সায়মা নূর ২০০৫ সালে বিয়ে করেন পরিচালক সৈয়দ নূরকে। তবে দুই বছর পর গোপন বিয়ের খবর জানান এই অভিনেত্রী। ২০১৮ সালে গুঞ্জন চাউর হয়েছিল, ভেঙে গেছে তাদের সংসার। তবে সব গুঞ্জন উড়িয়ে এখনো সংসার করছেন এই দম্পতি। তথ্যসূত্র: ডেইলি পাকিস্তান

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com