বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১১:৪৬ অপরাহ্ন
ব্যক্তিজীবন নিয়ে তেমন একটা গোপনীয়তা রক্ষা করেন না পণ্যতারকা থেকে বলিউডে স্থানীয় ঠিকানা করে নেয়া সালি লিওন। তার জীবনে পুরুষের সংখ্যা কত হবে তিনি হয়তো নিজেও জানেন না। কারণ পণ্য তারকা এই সংখ্যা হিসাব রাখেন বলে মনে হয় না। অর্থের বিনিময়ে তারা পুরুষের শয্যাসঙ্গী হন। আর সানি লিওনও এমনি একজন। তবে বর্তমানে তিনি বলিউড অভিনেত্রী হিসেবে পরিচিত।
এবার সেই বলিউড অভিনেত্রী সানি লিওন তার পছন্দের ফুটবলারের নাম জানালেন । বিদেশি কোনো ফুটবলার নয়, ভারতীয় ফুটবলারই তার প্রিয় বলে জানালেন এ অভিনেত্রী।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের স্টোরিতে সানি লিওনি লিখেন, ‘আস্ক মি এ কোয়েশ্চেন (আমাকে একটি প্রশ্ন করুন)।’ এখানে একজন প্রশ্ন করেন মেসি না রোনালদো। জবাবে সানি লিওনি লেখেন, ‘আমাদের সুনীল ছেত্রী কেমন?’
খুব কৌশলে সানি জানিয়ে দিলেন তার পছন্দের ফুটবলারের কথা। আর্জেন্টিনার লিওনেল মেসি বা পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো নন, সানির পছন্দের ফুটবলার ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী। যিনি সানির মতো বহু ভারতীয়ের পছন্দের ফুটবলার।
ইনস্টাগ্রামে সানি লিওনির ফলোয়ার সংখ্যা প্রায় ৪০ মিলিয়ন। সুনীল ছেত্রীকে নিয়ে সানির ইনস্টা স্টোরি তাই সহজেই ভাইরাল হয়ে যায়।
এদিকে,দুর্দান্ত সময় কাটাচ্ছেন সুনীল ছেত্রী। নিয়মিত গোল পাচ্ছেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে সাফ চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক করেছেন ভারত অধিনায়ক। সুনীল ছেত্রীর আন্তর্জাতিক গোলের সংখ্যা ৯০, যা সারা বিশ্বের মধ্যে চতুর্থ স্থানে আছে। তার আগে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, আলি দায়ি ও লিওনেল মেসি।