রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৪ অপরাহ্ন

অন্তঃসত্ত্বা কিয়ারা আদভানি?

‘শেরশাহ’ ছবিতে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে জুটি বেঁধেছিলেন কিয়ারা আদভানি। অনস্ক্রিন প্রেমের জল গড়ায় অফস্ক্রিনে। বলিউডের হ্যান্ডসাম হিরোকে মন দিয়ে বসেন অভিনেত্রী। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সাতপাকে বাঁধা পড়েন দু’জন। বিয়ের পর আগে হাতের কাজ মিটিয়েছিলেন দুই তারকা। তারপর গিয়েছিলেন মধুচন্দ্রিমায়।

সেখান থেকে ফিরে এসেই নায়ক কার্তিক আরিয়ানের ‘সত্য প্রেম কি কথা’ সিনেমার প্রচার শুরু করেন কিয়ারা। ছবির প্রচারে গোলাপি শহর জয়পুরে গিয়েছিলেন তিনি। সেখানেই কার্তিকের সঙ্গে ক্যামেরার সামনে পোজ দেন। ছবিতে অভিনেত্রীর ‘বেবি বাম্প’ দেখা যাচ্ছে, এমনটাই দাবি নেটিজেনদের। “কিয়ারা সত্যিই অন্তঃসত্ত্বা নাকি?”, “আমারই কিয়ারাকে অন্তঃসত্ত্বা মনে হচ্ছে নাকি বাকি লোকজনেরও?”, এমন প্রশ্ন করা হয়েছে কমেন্টবক্সে।

সুখবর হোক না হোক, আপাতত ছবির প্রচারেই নিজেকে ব্যস্ত রাখছেন কিয়ারা। সমীর বিদ্যাংশের পরিচালনায় ‘সত্য প্রেম কি কথা’ ছবিতে অভিনয় করেছেন তিনি। চরিত্রের নাম কথা। অন্যদিকে কার্তিকের চরিত্রের নাম সত্যপ্রেম। মূলত এই দুই চরিত্রের প্রেম নিয়ে সাজানো গল্প।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com