রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৭ অপরাহ্ন
একটি নাটক কিংবা সিনেমার নির্মাণে অংশগ্রহণ করেন অনেক মানুষ। যার মধ্যে অন্যতম প্রোডাকশনের সঙ্গে জড়িত ব্যক্তিরা। থাকেন অফিস সহকারী, বয় ও মেকআপ ম্যানরা। প্রায় সময় খবর প্রকাশিত হয় এসব স্টাফদের সঙ্গে প্রধান অভিনতো ও অভিনেত্রী খারাপ আচরণ করে থাকেন। এবার জানা গেল অভিনেতা শামীম হাসান সরকার চায়ে চিনি কম হওয়ায় প্রোডাকশন বয় রাব্বিরর মুখে গরম চা ঢেলে দেন। যা নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা হচ্ছে। অনেকে শামীমের এমন কাণ্ডের নিন্দা প্রকাশ করেছেন।
বাংলাদেশ টেলিভিশন মিডিয়া প্রোডাকশন ম্যানেজার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আনোয়ার গণমাধ্যমকে এমন অভিযোগ করেন। তারপর থেকে বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা চলছে। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেতা শামীম হাসান সরকার।
প্রোডাকশন বয় রাব্বির শরীর পুড়ের যাওয়ার খবরটি মিথ্যা। তা জানিয়ে শামীম হাসান সরকার বলেন— ‘এটা বার্ন ইস্যু না। বার্ন ইস্যুটা সাজানো, মিথ্যা-বানোয়াট। যে ছবিটা ছড়িয়েছে, সেটা পরিকল্পিতভাবে তোলা।’