রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২৮ অপরাহ্ন
রাশিয়ান ভাড়াটে সেনাদল ওয়াগনারের প্রধান নেতা ইয়েভজেনি প্রিগোজিন রুশ সরকারের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের ফলে ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) দ্বারা তদন্তের মুখে রয়েছে বলে জানিয়েছে রাশিয়ান সংবাদপত্র কমার্স্যান্ট।
একটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রাশিয়ান সংবাদপত্র কমার্স্যান্ট, এক প্রতিবেদনে বলছে আল জাজিরা।
শনিবার রুশ সরকারের প্রতি সশস্ত্র বিদ্রোহ ঘোষণা করে মস্কো অভিমুখে যাত্রা শুরু করে প্রিগোজিন এবং তার সৈন্যরা। এ সময় যাত্রাপথে রাশিয়ার রোস্তভ শহরের সামরিক ও বিমান ঘাঁটি নিয়ন্ত্রণে নেয় তারা। সে সময় প্রগোজিনের উপর ফৌজদারি মামলা দেয় রাশিয়া।
তবে বেলারুশের প্রেসিডেন্টের মধ্যস্থতায় ওয়াগনার বাহিনীর বিদ্রোহের অবসান, সেনাদের ক্যাম্পে ফিরে যাওয়া এবং প্রিগোজিনের বেলারুশে চলে যাওয়ার বিনিময়ে ফৌজদারি মামলাগুলো প্রত্যাহারের আশ্বাস দেয় ক্রেমলীন।
কিন্তু রুশ সংবাদপত্র কমার্স্যান্ট তার উৎস উদ্ধৃত করে বলেছে যে মামলার অবস্থা পরিবর্তন করার সময় এখনও আসেনি। অর্থাৎ সহজেই ছাড় পাচ্ছেন না প্রিগোজিন।
এদিকে ইউক্রেনে সামরিক অভিযানে জড়িত রাশিয়ান সৈন্যদের সাথে দেখা করেছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু জানিয়েছে রুশ গণমাধ্যম আরআইএ নভোস্তি। সপ্তাহের শুরুতে ওয়াগনার গ্রুপের বিদ্রোহের পর সৈন্যদের মাঝে এটা তার প্রথম প্রকাশ্য উপস্থিতি।
তবে তিনি কখন বা কোথায় পশ্চিমী সামরিক জেলার সেনা ও কমান্ডারদের সাথে সাক্ষাৎ করেছেন সে সম্পর্কে বিস্তারিত বিবরণ দেয়নি রুশ গণমাধ্যমটি।