রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০১:২০ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আদিবাসী জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে গরু বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন সংস্থা দোয়েল এর আয়োজনে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় জনগাঁও এলাকায় আদিবাসী পাড়ায় এইসব গরু বিতরণ করা হয়।
দোয়েল সংস্থার চেয়ারম্যান তারেক হোসেনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহি অফিসার শাহরিয়ার নজির, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সংস্থার উপদেষ্ঠা জয়নাল আবেদিন বাবুল, যুগ্ম সম্পাদক বিষ্ণুপদ রায়, দোয়েল সংস্থার পরিচালক বেলাল হোসেন, উপকারভোগী মারিয়া বাস্কে সহ আরো অনেকে।
পরে অতিথি বৃন্দ আদিবাসী নারী ও পুরুষদের মাঝে গরু বিতরণ করেন।