রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০১:০১ অপরাহ্ন

ভূমি অধিগ্রহণ, গাড়ি, জাহাজ, বিমান কেনা বন্ধের নির্দেশ

করোনা মহামারি শেষ হতে না হতেই শুরু হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এ যুদ্ধের প্রভাবে বৈশ্বিক মন্দা চলছে। দেশের অর্থনীতিতেও এর প্রভাব পড়েছে। সরকার অভ্যন্তরীণ সম্পদ থেকে লক্ষ্যমাত্রা অনুযায়ী আয় করতে পারেনি।

অর্থ সংকট দূর করতে এরই মধ্যে বিভিন্ন ঋণ ও অনুদান সংগ্রহে নেমেছে। সরকারি ব্যয় কমাতেও বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় আজ রোববার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এক প্রজ্ঞাপন বা পরিপত্র জারি করে বিদেশ ভ্রমণ, ওয়ার্কশপ, সেমিনারে অংশগ্রহণ বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

জারি করা পরিপত্রে সব ধরনের গাড়ি, জাহাজ এবং বিমান কেনাও বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে ভূমি খাতের অধিগ্রহণ বাবদ বরাদ্দ বন্ধ রাখতেও নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।

অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা পরিপত্র সময়োপযোগী উল্লেখ করে অর্থনীতির বিশ্লেষক পলিসি রিসার্চ ইনস্টিটিউট অফ বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর দেশ রূপান্তরকে বলেন, বৈশ্বিক মন্দা চলছে। কবে এ মন্দা কাটবে তা জানে না কেউ। তাই সরকারের উচিত খুব প্রয়োজনীয় ব্যয় করা। যে ব্যয় এখন না করলেও চলে তা পরিপত্র জারি করে বন্ধ রাখতে হবে।

অর্থ বিভাগের উপ-সচিব আনিসুজ্জামান স্বাক্ষরিত পরিপত্রে স্পষ্টভাবে বলা হয়েছে, চলমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে সরকারি ব্যয় কমানোর লক্ষ্যে ২০২৩-২৪ অর্থবছরে সকল মন্ত্রণালয়/বিভাগ/অন্যান্য প্রতিষ্ঠান এবং আওতাধীন অধিদপ্তর/পরিদপ্তর/দপ্তর, স্বায়ত্তশাসিত/আধা-স্বায়ত্তশাসিত সংস্থা, পাবলিক সেক্টর করপোরেশন, রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের পরিচালন ও উন্নয়ন বাজেটে কতিপয় খাতে বরাদ্দকৃত অর্থ ব্যয়ে সরকার নিম্নোক্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এতে আরও বলা হয়েছে, ২০২৩-২৪ অর্থবছরে পরিচালন বাজেটের আওতায় বিদ্যুৎ খাতে বরাদ্দকৃত অর্থের সর্বোচ্চ ৭৫ শতাংশ, পেট্রোল, ওয়েল ও লুব্রিকেন্ট ও গ্যাস ও জ্বালানি খাতে বরাদ্দকৃত অর্থের সর্বোচ্চ ৮০ শতাংশ খাতে ব্যয় করা যাবে। সকল আবাসিক ভবন, অনাবাসিক ভবন এবং অন্যান্য ভবন ও স্থাপনা খাতে বরাদ্দকৃত অর্থ ব্যয় বন্ধ থাকবে।

সকল প্রকার মোটরযান, জলযান ও আকাশযান খাতে বরাদ্দকৃত অর্থ ব্যয় বন্ধ থাকবে। তবে ১০ বছরের অধিক পুরোনো মোটরযান প্রতিস্থাপনের ক্ষেত্রে অর্থ বিভাগের অনুমোদনক্রমে ব্যয় নির্বাহ করা যাবে এবং ভূমি অধিগ্রহণ খাতে বরাদ্দকৃত অর্থ ব্যয় বন্ধ থাকবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com