রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২৪ অপরাহ্ন

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে ভোটগ্রহণ চলছে

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে চলছে পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ। শনিবার (৮ জুলাই) সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত।

২২টি জেলার ৬৩ হাজার ২২৯টি গ্রাম পঞ্চায়েত আসন, ৯ হাজা ৭৩০টি পঞ্চায়েত সমিতির আসন এবং ৯২৮টি জেলা পরিষদের আসনে প্রার্থীরা লড়ছেন এ নির্বাচনে।

এতে ভোটাধিকায় প্রয়োগ করবেন ৫ কোটি ৬৭ লাখের বেশি ভোটার। নির্বাচনের ফলপ্রকাশ করা হবে ১১ জুলাই।

ইতোমধ্যে রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় গড়ে ১০ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ভোট গ্রহণ চলছে বাকি আসনে। এই নির্বাচনে গোটা রাজ্যে ভোট নেওয়া হচ্ছে মোট ৭৩ হাজার ৮৮৭ আসনে। এর মধ্যে রয়েছে ৩৩১৭টি গ্রাম সভার ৬৩ হাজার ২২৯ আসন; ৩৪১টি পঞ্চায়েত সমিতির ৯ হাজার ৭৩০ আসন; এবং ২২ জেলা পরিষদের ৯২৮ আসন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com