বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১০:৪৮ অপরাহ্ন

ডেঙ্গু রোধে চিরুনি অভিযানে ডিএনসিসি

রাজধানীর প্রতিটি ওয়ার্ডে ডেঙ্গু নিয়ন্ত্রণে একযোগে চিরুনি অভিযান শুরু করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

শুক্রবার (৭ জুলাই) গণমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন।

তিনি বলেন, মাসব্যাপী ডেঙ্গু নিয়ন্ত্রণে শনিবার শুরু হওয়া মশক নিধন অভিযানে অংশ নেবেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। ডেঙ্গু রোগের বাহক এডিস মশা নিয়ন্ত্রণে ডিএনসিসির প্রতিটি ওয়ার্ডে একযোগে চিরুনি অভিযান চালানো হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের শুরু থেকে গতকাল শুক্রবার (৭জুলাই) পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসার জন্যে মোট ভর্তি হয়েছেন ১১ হাজার ২৯৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে ফিরেছেন ৯ হাজার ৬৮ জন।

রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় বিশেষ করে শহরগুলোতে প্রতিবছর বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায় ২০১৯ সালে দেশব্যাপী ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ৩৫৪ জন। সেই সময় প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল। অন্যদিকে ২০২১ সালে সারা দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছিল ২৮ হাজার ৪২৯ জন এবং মারা গিয়েছিল ১০৫ জন। গেল বছর ২০২২ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬২ হাজার ৩৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন এর মধ্যে মৃত্যুবরণ করেন ২৮১ জন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com