রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪৪ অপরাহ্ন

ক্যামেরার সামনে দাঁড়াতেই ঝাঁপিয়ে পড়ল বাঘ!

জঙ্গলে বেশ আয়েশ করেই বসে ছিলেন এক ব্যক্তি। ক্যামেরার সামনে পোজ দিচ্ছিলেন তিনি। হঠাৎ পেছন থেকে তার ওপর ঝাঁপিয়ে পড়ল হিংস্র বাঘ। সম্প্রতি এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যালে, যা দেখে নেটিজেনদের শিরদাঁড়া দিয়ে রক্তের ঠাণ্ডা স্রোত বইতে শুরু করেছে।

ভিডিওতে দেখা যায়, হিংস্র বাঘটি পেছন থেকে এসে ওই ব্যক্তিকে আক্রমণ করে। তবে তাকে কামড় দেয়নি বাঘ। জড়িয়ে ধরে আদর করতে থাকে। আর বাঘের ভালোবাসায় হার মানতে বাধ্য হন ওই ব্যক্তি। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন আরেক ব্যক্তি, তিনিই মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন।

সত্যি বলতে পৃথিবীতে এমন কিছু মানুষ আছে, যারা হিংস্র প্রাণীদের মোটেও ভয় পায় না। এখনও বেশিরভাগ মানুষ মনে করেন বাঘের মতো হিংস্র প্রাণীর সঙ্গে বন্ধুত্ব করা সম্ভব নয়। তবে সোশ্যালে ভাইরাল হওয়া এই ভিডিওটি দেখার পর সেই ভাবনায় পরিবর্তন আসতে শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com