শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৬:২৬ অপরাহ্ন
দুদলই উঠে গেছে বিশ্বকাপে। তবে কে এক নম্বর, আর কে দুই- তা নির্ধারণে বিশ্বকাপ বাছাই ফাইনাল খেলছে শ্রীলঙ্কা আর নেদারল্যান্ডস হারারেতে। সেখানে আগে ব্যাট করা লঙ্কানদের ২৩৩ রানে গুটিয়ে দিয়েছে ডাচরা।
ব্যাটিঙে আমন্ত্রিত শ্রীলঙ্কার দুই ওপেনারকে ৪৪ রানের ভেতর তুলে নেয় নেদারল্যান্ডস। এরপর কুশল মেন্ডিস ও সাহান আরচ্চিগে দলকে ১৮০ রান পর্যন্ত নিয়ে যান। মেন্ডিস ব্যর্থ (৪৩) হলেও সাহান দ্বিতীয় ওয়ানডেতেই ফিফটি তুলে নেন (৭১ বলে ৫৭)। এরপর মিনি ধস নামে লঙ্কান ইনিংসে। ১০ রানের মধ্যে ৪ উইকেট হারানো লঙ্কা ৪৮তম ওভারেই গুটিয়ে যায়। দুটি করে উইকেট নেন লোগান ফন বিক, বিক্রমজিৎ সিং, রায়ান ক্লেইন ও সাকিব জুলফিকার।
গ্রুপ পর্বে উইন্ডিজের সঙ্গে টাই করে ম্যাচ জেতা নেদারল্যান্ডস সুপারসিক্সে স্কটল্যান্ডকে হারিয়েছিল। শ্রীলঙ্কা অপরাজিত আছে এখনো।