রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৬ অপরাহ্ন
করণ কফি হাউজে অভিনেতা-অভিনেত্রীদের প্রশ্নবানে জর্জরিত করলেও এবার নিজে ফেঁসে গেছে ভক্তের প্রশ্নের জবাব দিতে গিয়ে। অনুষ্ঠানের মাঝে একজন প্রশ্ন করেন করন জোহর তুমি কি সমকামি। উত্তরে করণ বলে বসলেন তোমার ইচ্ছে আছে কি? আমি রাজি। মানে তুমি আমার সঙ্গে যৌন মিলন উপভোগ করতে চাও। এতে অনুষ্ঠানে অংশ নেয়া সবাই বুঝে নেন করণ আসলেই একজন সমকামি। বলিউড বাদশা শাহরুখের সঙ্গে সম্পর্ক নিয়ে তাকে এ সময় প্রশ্ন করা হয়। তবে তিনি সে প্রশ্ন এড়িয়ে যান।
জানা যায়, ইনস্টাগ্রামের নতুন থ্রেড অ্যাপে গা ভাসিয়েছিলেন করণ জোহরও। অনুরাগীদের সঙ্গে কথা বলতে প্রশ্নোত্তর পর্বও করেন পরিচালক। আর সেখানেই একের পর এক গরম প্রশ্নের সম্মুখীন হতে হয় তাকে। শাহরুখ খানের সঙ্গে ধর্মা প্রোডাকশনের কাজ থেকে শুরু করে পরিচালক হিসেবে তার সবথেকে বড় আক্ষেপ, এমনকি যৌনতা নিয়েও অকপট তিনি।
খুব রসিকতার সঙ্গেই অনুরাগীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব জমিয়ে তোলেন করণ। সেখানে জনৈক আচমকাই পরিচালক-প্রযোজককে জিজ্ঞেস করেন, আপনি সমকামী তাই না? উত্তরও এল কেতাদুরস্থ। তিনি পাল্টা জিজ্ঞেস করলেন, কেন আপনার ইচ্ছে আছে?
এরপরই পরিচালক হিসেবে জীবনের বড় আক্ষেপের কথা ফাঁস করেন করণ জোহর। বলেন, আমি কখনও আমার প্রিয় অভিনেত্রী শ্রীদেবী ম্যাডামকে পরিচালনা করা কিংবা তার সঙ্গে কাজ করার সুযোগ পাইনি। আরেকজনের প্রশ্ন, শাহরুখ খানের সঙ্গে ভবিষ্যতে কি ধর্মা প্রোডাকশন কোনো কাজ করবে? এর উত্তরে করণ তিনি বলেন, আমাকে কোনো গোপন কথা জিজ্ঞেস কোরো না। মিথ্যে বলতে পারব না।
আরেক ভক্তের প্রশ্ন, ২০ বছর বয়সি কোনো ছেলে যদি আপনার মতো পরিচালক হতে চায়, তার জন্য কী টিপস দেবেন? এবারেও গুছিয়ে উত্তর দেন করণ। বলেন, কখনও নেতিবাচক লোকদের কথা শুনবে না। আত্মবিশ্বাস রাখো এবং সিনেমা নিয়ে পড়াশোনা করো এই জগতে আসার আগে।
তবে শেষ প্রশ্নে বোমা ফাটালেন করণ। পরিচালক হিসেবে সবথেকে চ্যালেঞ্জিং কী মনে হয়? প্রশ্ন গিয়েছিল তার কাছে। এর উত্তরে, এত্ত লোকজনের মন বোঝা এবং কখনও কখনও তাদের বিরক্তিকর অহংকার সামাল দেওয়া।