রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০১:২৫ অপরাহ্ন

১২ জুলাইয়ের সমাবেশে একদফার ঘোষণা বিএনপির

দীর্ঘদিন রাজপথে আন্দোলন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বর্তমানে দেশজুড়ে চলছে তাদের তারুণের সমাবেশ। আগেই ঘোষণা দিয়েছে দলটি যে ঈদুল আজহার পর একদফার ঘোষণা দিবে। সে লক্ষ্যে আগামী ১২ জুলাই রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করতে চায় তারা। এ লক্ষ্যে সমাবেশে মাইক ব্যবহারের অনুমতি চেয়ে ইতোমধ্যে ঢাকা মেট্রো পলিটন পুলিশের কাছে আবেদন করা হয়েছে দলের পক্ষ থেকে।

বিএনপি সূত্রের দাবি, ঢাকায় আগামী ১২ জুলাই সমাবেশ করে সরকার পতনের একদফা আন্দোলনের ঘোষণা দেবে বিএনপি। ওইদিন দুপুর ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সে অনুযায়ী সমাবেশে মাইক ব্যবহারের অনুমতিসহ সার্বিক নিরাপত্তার বিষয়ে সহযোগিতা চেয়ে গতকাল শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বরাবর চিঠি দিয়েছে বিএনপি। তবে কী উপলক্ষে এ সমাবেশ, চিঠিতে তা উল্লেখ করা হয়নি।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনবিষয়ক একটি প্রতিনিধি দল রোববার ঢাকায় পৌঁছেছে। আগামী ২৩ জুলাই পর্যন্ত তারা থাকবেন। আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণে সফর চলাকালেই একদফা আন্দোলনের ঘোষণা দিতে যাচ্ছে বিএনপি। বর্তমান সরকারের পদত্যাগের দাবিই একদফার মূল বিষয় হলেও সংসদ বাতিল এবং নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনসহ আরও কিছু দাবি এতে অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গেছে। এ ছাড়া চলতি মাসে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুরও ঢাকা সফরের কথা রয়েছে। সফরকালে তারও দৃষ্টি আকর্ষণ করবে দলটি।

এদিকে আগামী বুধবার অনুষ্ঠেয় ওই সমাবেশ থেকে একদফা ঘোষণার পাশাপাশি যুগপৎ আন্দোলনের নতুন কর্মসূচিও দেওয়া হবে। তবে সে কর্মসূচি এখনো চূড়ান্ত না হলেও এবারের তা হবে অপেক্ষাকৃত কঠোর।

দলীয় সূত্র বলছে, বিএনপির মূল টার্গেট এবার রাজধানী ঢাকা। এতদিন ঢাকার বাইরে নানা কর্মসূচি পালন করলেও এবার কর্মসূচি হবে ঢাকাকেন্দ্রিক। এক্ষেত্রে ঢাকায় সমাবেশ ও ঘেরাওসহ একাধিক শক্ত কর্মসূচি আসতে পারে। ‘চলো চলো ঢাকা চলো’, সচিবালয় ঘেরাও, নির্বাচন কমিশন ঘেরাও, গণভবন ঘেরাও, প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের মতো কর্মসূচির সঙ্গে চূড়ান্ত পর্যায়ে ঢাকায় ‘টানা অবস্থানে’র ঘোষণা আসতে পারে। তবে এসব কর্মসূচিতে জনগণকে ব্যাপক হারে সম্পৃক্ত করাই হবে বিএনপির লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com