রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০১:০৪ অপরাহ্ন

ইউক্রেনকে এক ডজন অ্যাটাক হেলিকপ্টার দিল পোল্যান্ড

পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনকে গোপনে প্রায় এক ডজন সোভিয়েত নির্মিত এমআই-২৪ অ্যাটাক হেলিকপ্টার দিয়েছে পোল্যান্ড। আজ রবিবার (০৯ জুলাই) ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।

ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি বরাবরই পশ্চিমা মিত্রদের কাছে তার দেশের বিমান প্রতিরক্ষা এবং সক্ষমতা বাড়ানোসহ সৈনিকদের আবরণ দিতে ক্রমাগত আবেদন করেছিলেন।

গত এপ্রিলে ইউক্রেনের জন্য ৮০০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা প্যাকেজের ঘোষণা দেয় পেন্টাগন।

তাতে বলা হয়, সামরিক সহায়তার মধ্যে আর্টিলারি সিস্টেম, সামরিক বাহিনীর সদস্য বহন করার বাহন এবং হেলিকপ্টারও থাকছে। ফলে পোল্যান্ডের দেওয়া হেলিকপ্টারগুলো ইউক্রেনের কাছে থাকা বাহনের সংখ্যা আরও বাড়িয়ে তুলবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com