বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১১:০৪ অপরাহ্ন
পটুয়াখালীতে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগী। চলতি মাসের প্রথম ৭ দিনেই হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৪ জন। বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২৮ রোগী। আক্রান্তদের বেশিরভাগই সদর উপজেলার। তারা সবাই ঈদ উদযাপনে জেলার বাইরে থেকে গিয়েছিলেন।
বছরের শুরুর দিকে মাত্র দুয়েকজন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু জুলাইয়ের শুরু থেকে পাল্টে যায় সে চিত্র। শুধু ৬ জুলাই হাসপাতালে ভর্তি হন ১৭ জন ডেঙ্গু রোগী।
আক্রান্তদের স্বজনরা বলছেন, ঈদ উদযাপন করতে অন্য জেলা থেকে বাড়ি ফেরার পর নমুনা পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে তাদের। তাদের বেশিরভাই ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় থাকেন।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. আতিকুল ইসলাম বলেন, আক্রান্তদের চিকিৎসায় যথাযথ ব্যবস্থা নেয়া হচ্ছে।
২৩ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে জায়গা না হওয়ায় অনেক রোগীকে সাধারণ ওয়ার্ডেও চিকিৎসা দেয়া হচ্ছে।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলরুবা ইয়াসমিন লিজা বলেন, চলতি বছর জেলায় এ পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা ১২০ জন। গত বছর এ সংখ্যা ছিল মাত্র একজন।