রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৪ অপরাহ্ন
তিনি এখনো ক্রিকেট খেলেন। মাতিয়ে বেড়াচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের প্রিমিয়ার লীগ। অথচ তার বড় মেয়ের স্বামী হচ্ছে পাকিস্তান ক্রিকেট দলের নাম্বার ওয়ার ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি। এবার পাকিস্তান দলের সাবেক ক্রিকেটার ও তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদি দ্বিতীয় মেয়ের বিয়ে দিয়েছেন। আর সেই বিয়েতে ঢল নামে পাকিস্তানের সব অঙ্গনের তারকাদের। সাবেক তারকা অলরাউন্ডার আফ্রিদির পাঁচ মেয়ে। কোনো ছেলে সন্তান নেই। তার অন্য তিন মেয়ের নাম আজওয়া, আসমারা ও আরওয়া।
জানা যায়, পাকিস্তানের সাবেক অধিনায়ক শাহীদ আফ্রিদির দ্বিতীয় মেয়ে আকশার বিয়ে সম্পন্ন হয়েছে। আর বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন দেশটির তারকা ক্রিকেটারেরা। ছিলেন বড় মেয়ের জামাই শাহীন আফ্রিদিও। আফ্রিদির বড় মেয়ে আনশার বিয়ে হয়েছিল শাহীনের সঙ্গে। খবর জিও টিভির।
পাকিস্তানের ক্রিকেটারেরা এখন করাচিতে অনুশীলন করছেন। তার মাঝেই আকশার বিয়েতে ঘুরে গেলেন সবাই।
মেয়ে আকশার বিয়ের পর শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি পোস্ট করেন আফ্রিদি। তিনি লিখেন, ‘মনে হচ্ছে এই তো গত কাল তোমাকে কোলে নিয়ে ঘুরেছি। তোমার ছোটবেলায় তোমাকে যখন কোলে করে নিয়ে ঘুরতাম, তখন প্রতিজ্ঞা করেছিলাম, যে তোমাকে কখনো ছেড়ে যাব না। কিন্তু এবার তোমার জীবনে একটা নতুন যাত্রা শুরু হতে চলেছে। তোমার জন্য আমার ভালোবাসা রইল। সবসময় থাকবে। ঈশ্বরের আশীর্বাদ তোমার সঙ্গে থাকুক। তিনি তোমাকে রক্ষা করুন। সেই সঙ্গে সুন্দর একটা জীবন গড়ে তোলো তুমি।’
এদিকে, আফ্রিদির মেয়ের বিয়েতে পাকিস্তান দলের যাওয়ার কথা ছিল না। তাদের ইসলামাবাদ যাওয়ার কথা ছিল। সেখানে পাক ক্রিকেটার হারিস রউফের বিয়েতে আমন্ত্রণ ছিল তাদের। কিন্তু ইসলামাবাদের আবহাওয়া এতটাই খারাপ, পাক বোর্ড ক্রিকেটারদের সেখানে যাওয়ার অনুমতি দেয়নি। সেখানে যাওয়ার বিমানও পাওয়া যাচ্ছিল না। সেই কারণে ক্রিকেটারেরা করাচিতেই থেকে যান। ফলে আফ্রিদির দ্বিতীয় মেয়ের বিয়েতে যেতে তাদের সমস্যা হয়নি।