শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১২:০২ পূর্বাহ্ন

ওড়িশায় সংবাদ পড়লো প্রথম এআই প্রেজেন্টার

বিশ্বকে অনেকখানিই বদলে দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা। গত কয়েকমাসে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন খাতে প্রসার হয়েছে এই প্রযুক্তির, অনেক দেশ সাদরে গ্রহণ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তাকে।

এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ব্যবহার সামনে আনল ভারত। টেলিভিশনের পর্দায় সংবাদ উপস্থাপনের ক্ষেত্রে এআই ব্যবহার করলো দেশটি।

এআই (AI) বা কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে সংবাদ পাঠ করলো ওটিভি নামে ওড়িশার একটি জনপ্রিয় টিভি চ্যানেল। এই এআই উপস্থাপিকার নাম রাখা হয়েছে লিসা। ওড়িশায় সংবাদ উপস্থাপনের ক্ষেত্রে এই প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ হলো।

সুন্দরী এআই উপস্থাপিকার পরনে হ্যান্ডলুম তাতের শাড়ি। চুল সুন্দর করে বাঁধা। কপালে ছোট্ট টিপ। কানে দুল। ঝরঝরে ইংরেজিতে খবর পরে গেলেন লিসা। প্রথম দেখাতেই কেউ বুঝতেই পারবে না যে লিসা কোন রক্ত-মাংসের মানুষ নন।

এখন থেকে ওটিভিতে নিয়মিত ইংরেজি ভাষায় সংবাদ উপস্থাপন করবে লিসা। পাশাপাশি বিভিন্ন টেলিভিশন শোও করানো হবে তাকে দিয়ে। তবে ওড়িয়া ভাষা এখনও ভালোভাবে রপ্ত করতে পারেনি এই এআই সংবাদ উপস্থাপিকা। দুই ভাষা রপ্ত করতে পারলেই তাকে চ্যানেলের বিভিন্ন অনুষ্ঠানে দেখা যাবে।

এর আগে, গত মার্চ মাসে ভারতের প্রথম এআই নিউজ উপস্থাপিকা সানাকে পরিচয় করিয়ে দেয় ইন্ডিয়া টুডে গ্রুপ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com